স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিএনপি ২০১৪ সালের মতো পরিস্থিতি তৈরি করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, তাদের (বিএনপি) একটা ঘোষণা বা পরিকল্পনাই ছিল যে তারা একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করবে। তিনি বলেন, নিহত ওই পুলিশ সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে তাঁর মাথা ক্ষতবিক্ষত করেছেন ছাত্রদলের এক নেতা।