খুলনায় আলু-পেঁয়াজের বাজারে অস্থিরতা, কমেছে মাছের দাম

 

পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ মানভেদে ৯০ থেকে ১০০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। শনিবার খুলনার ময়লাপোতা কেসিসি সন্ধ্যা বাজারে
ছবি: প্রথম আলো

খুলনায় আলু ও পেঁয়াজের বাজার আবার অস্থির হয়ে পড়েছে। সরকারিভাবে পণ্য দুটির দাম নির্ধারণ করে দেওয়া হলেও কেউ তা মানছেন না। দাম বেড়ে ক্রেতাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা গেলেও বাজারে প্রশাসনিক কোনো তৎপরতা সেভাবে দেখা যাচ্ছে না।


শনিবার খুলনার ময়লাপোতা সন্ধ্যা বাজার, মিস্ত্রিপাড়া কাঁচাবাজার, শেখপাড়া কাঁচাবাজার আর সোনাডাঙ্গা কেসিসি পাইকারি বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহে নিত্যপণ্যের দামে আলু ও পেঁয়াজে বড় রকমের হেরফের হয়েছে। ব্যবসায়ীরা মনে করছেন, ভারতের বাজারে পেঁয়াজের দাম বাড়ার কারণে দেশে পেঁয়াজের দাম বাড়ছে। আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Post a Comment

Previous Post Next Post